জাতীয়ঝালকাঠিবরিশাল

ঝালকাঠিতে ডাকাতি মামলায় বিচারাধীন আসামির মৃত্যু

ঝালকাঠিতে মো: রফিকুল ইসলাম ওরফে বিপ্লব (৪৭) নামে ডাকাতি মামলায় বিচারাধীন এক আসামির মৃত্যু হয়েছে।আসামি মো: রফিকুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মৌলভীডাঙ্গী গ্রামের মরহুম নূর ইসলাম বেপারীর ছেলে। তিনি গত ২৪ ফেব্রুয়ারি থেকে ঝালকাঠি সদর থানার একটি ডাকাতি মামলায় বিচারাধীন আসামি হিসেবে জেলা কারাগারে আটক ছিলেন।

শনিবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার দ্বীন মোহাম্মদ।

ঝালকাঠি কারা তত্ত্ববাধায়ক (জেলার) মোহাম্মদ আখতার হোসেন শেখ জানান, শনিবার সকালে কারাগারে অবস্থানকালে আসামি রফিকুল ইসলামের বুকে ব্যথা অনুভব করলে কারাগারের চিকিৎসক মো: হাবিবুর রহমান তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকাল ৯টায় তার মৃত্যু হয়। তার লাশ ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের হস্তান্তর করা হবে।

এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালে দায়িত্বরত জরুরি বিভাগের চিকিৎসক দ্বীন মোহাম্মদ বলেন, ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাবে না।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button