শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img
প্রচ্ছদবিনোদনপ্রিয়তমা সিনেমার শাকিব খানের লুকের প্রশংসা করলেন : মাহিয়া মাহি
টপিক

প্রিয়তমা সিনেমার শাকিব খানের লুকের প্রশংসা করলেন : মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি সংসার এবং সন্তান ব্যস্ততার মাঝেই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখা শুরু করেছেন। তিনি প্রথমে সুড়ঙ্গ’দেখেছেন। এরপর পর্যায়ক্রমে ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’ সিনেমা দুটি দেখবেন তিনি। তবে মাহি ‘সুড়ঙ্গ’ দেখতে এসে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের লুকের প্রশংসা করলেন।

শনিবার (০৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের সনি স্কয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেকে ‘সুড়ঙ্গ’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন ছিল। সেখানেই হাজির হয়েছিলেন মাহি। এই আয়োজনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহি বলেন, শাকিব ভাইয়ের এই মেকআপ আর্টিস্টকে ধন্যবাদ। আমি বলব- যিনি এই মেকআপ করেছেন তাকে অস্কার দেওয়া উচিত। বাংলাদেশে এমন গেটআপ আগে দেওয়া হয়েছে আমার মনে হয় না। সবকিছু মিলিয়ে শাকিব ভাই বেস্ট।  

সিনেমার বিশেষ শোতে মাহি কথা বলেছেন নিশো-তমার ‘সুড়ঙ্গ’ নিয়েও। এসময় তিনি প্রশংসা করেন নিশোর সিনেমা নিয়েও। সঙ্গে যোগ করে বলেন, ‘ব্যক্তিগত কারণে অনেকদিন সিনেমা সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে ছিলাম। ফের সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোতে হাজির হচ্ছি। অনেকদিন পর ‘সুরঙ্গ’ দেখতে এসে মনে হয়েছে, এটা আমার পরিবারের অংশ। যেহেতু এখন আবার সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি। কিছু গল্প হাতে আছে। দেখছি, কোনটা দিয়ে কাজ শুরু করা যায়। শিগগিরই কাজে ফিরছি।

মাহি আরও বলেন, ‘সন্তান হওয়ার পর আমার সবকিছু পাল্টে গেছে। জীবনযাপনে অনেক পরিবর্তন এসেছে। আগের লাইফটা আগের মতো উপভোগ করতাম, এখনকার লাইফ এখনকার মতো উপভোগ করি। নতুন জীবনে নিজেকে মানিয়ে নিয়েছি।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ছেড়ে দেওয়া আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়নও সংগ্রহ করেছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত