আন্তর্জাতিক

সুইডেনে কুরআন অবমাননা : প্রতিবাদে সুইডিশ ভাষায় ১ লাখ কুরআন বিতরণের ঘোষণা

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। মধ্যপ্রাচ্যের দেশটির কর্তৃপক্ষ ঘোষণা করেছে- সুইডিশ ভাষায় ১ লাখ কুরআনের প্রতিলিপি ছাপাচ্ছে তারা।

সোমবার কুয়েতের সরকারি সংবাদ সংস্থার সূত্রে সিএনএন আরবি বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কুয়েতের ‘কাউন্সিল অব মিনিস্টার’র সাপ্তাহিক মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়। মিটিংয়ে সভাপতিত্ব করেন দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমাদ নাওয়াফ আল আহমাদ।

সূত্র জানায়, ইসলামী নীতি, মূল্যবোধ এবং সবার মধ্যে ইতিবাচক সহাবস্থান গড়ে তোলার লক্ষ্যে এই কপিগুলো সুইডেনে বিতরণ করা হবে। বিতরণে সমন্বয় করবে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কুয়েত ইঙ্গিত করেছে যে- ঘৃণা, চরমপন্থা এবং ধর্মীয় অসহিষ্ণুতার অনুভূতিকে নিরুৎসাহিত করার পাশাপাশি সম্প্রীতি, সহনশীলতা এবং শান্তির প্রচার করা এই পদক্ষেপের লক্ষ্য।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button