শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালআমতলীজমি দখলের পায়তারা, প্রাণ নাশের হুমকি ও অবরুদ্ধ রাখার অভিযোগে সংবাদ সম্মেলন
টপিক

জমি দখলের পায়তারা, প্রাণ নাশের হুমকি ও অবরুদ্ধ রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

আমতলী (বরগুনা) সংবাদদাতা:
বরগুনা আমতলীতে জমি দখলের পায়তারা, প্রাণ নাশের হুমকি ও ভাড়াটে সন্ত্রাসী এনে রাতে ঘর-বাড়ী অবরুদ্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক আমতলী পৌর শহরের ২ নং ওয়ার্ডের শাহজালাল মীর রবিবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে একই এলাকার প্রভাবশালী জাফর মোঃ সালেহ ও তার ভাই আবু সাইদ মোঃ রুহুল আমিন সিকদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে শাহজালাল মীর বলেন, আমতলী পৌর শহরের ২ নং ওয়ার্ডের ৩০ নং চাওড়া মৌজায় ৪৩৯ নং খতিয়ানে ৪৫৫,৪৫৬,৪৯১,৪৯২,৪৯৪,৭৪৫ ও ৭৪৬ দাগের ২৭ শতাংশ জমি ১৯৮৪ সালে দলিল মুলে ক্রয় করে আমি ও আমার ওয়ারিশগণ ভোগদখল করে আসছি। গত ৩৯ বছরে ওই জমি নিয়ে কোন বিরোধ ছিল না। কিছুদিন পুর্বে ওই জমি পৌর শহরের ২ নং ওয়ার্ডের প্রভাবশালী জাফর ও আবু সাইদ সিকদার তাদের দাবী করে জোরপুর্বক দখলের পায়তারা চালাচ্ছে। জমি দখল করতে তারা আমাকে ও আমার ওয়ারিশগণকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। প্রায়দিন রাতে তারা ভাড়াটে সন্ত্রাসী এনে আমার ঘর-বাড়ী অবরুদ্ধ করে রাখছে। তাদের ভয়ে আমি রাতে ঘর থেকে বের হতে পারি না। আমরা গরীব মানুষ, তাদের ভয়ে আমরা জীবন নিয়ে সঙ্কিত। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন, জাফর মাতুব্বর, আলতাফ খান, রুস্তম গাজী ও কবির গাজী।

এ বিষয়ে আবু সাইদ মোঃ রুহুল আমিন প্রাণ নাশের হুমকি ও অবরুদ্ধ করে রাখার কথা অস্বীকার করে বলেন, উল্টো তারা আমাদের জমি জোরপুর্বক দখল করেছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত