বরিশালভোলা

চরফ্যাশনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

ভোলার চরফ্যাশন উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পথচারী নিহত হন। এ সময় বাসে থাকা আরও ৩০ জন যাত্রী আহত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) ১১ টায় চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়ন কাশেমগঞ্জ বাজারের উত্তরে মেইন-সড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, উপজেলার ওসমান গঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হাসেমের ছেলে কালু মিয়া (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দক্ষিণ আইচা থেকে ছেড়ে আসা আবির পরিবহন বাসটি চরফ্যাশন সদর যাচ্ছিল। এ সময় জিন্নাগড়  ইউনিয়নের কাশেমগঞ্জ নামকস্থানে পৌঁছামাত্র যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন। আহত হন ওই বাসটিতে থাকা প্রায় ৩০ জন যাত্রী। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

চরফ্যাশন থানার (ওসি) মুরাদ জানান, সোমবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ৩০ জন যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button