রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
spot_img
প্রচ্ছদজাতীয়আগামী ২৩ জুলাই ঢাকায় আসছেন জাপানের মন্ত্রী
টপিক

আগামী ২৩ জুলাই ঢাকায় আসছেন জাপানের মন্ত্রী

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে আগামী ২৩ জুলাই ঢাকায় আসছেন।জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ২৫ থেকে ২৮ এপ্রিল জাপান সফর করেন।সফরকালে ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী কিশিদা।

আগামী রোববার (২৩ জুলাই) ঢাকায় বাংলাদেশ-জাপান ট্রেড সামিটে অংশগ্রহণ ছাড়াও তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে পৃথক বৈঠক করবেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এই সফরে অর্থনৈতিক সহযোগিতার ওপর জোর দেয়া হবে।’

তিনি বলেন, জাপানের মন্ত্রী সোমবার (২৪ জুলাই) উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মেট্রোরেল ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করবেন।

দুই প্রধানমন্ত্রী ২০২৩ সালের এপ্রিলে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) সম্ভাবনা নিয়ে জয়েন্ট স্টাডি গ্রুপের প্রথম বৈঠক সফলভাবে আয়োজনকে স্বাগত জানান এবং এর ধারাবাহিক অগ্রগতি আশা করেন।

তারা সংশ্লিষ্ট কাস্টমস প্রশাসনের মধ্যে আরো সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাস্টমস পারস্পরিক সহায়তা চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানান।

জাপানের মন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রস্তাবিত ইপিএ স্বাক্ষরের বিষয়ে একটি যৌথ গবেষণার ফলাফল নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

নিশিমুরা ঢাকায় জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (জেসিআইএডি) সদস্যদের সাথেও বৈঠক করবেন।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত