শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালবরিশালে গুপ্তধন দেয়ার লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, ভন্ড ফকিরসহ ২ জন গ্রেপ্তার
টপিক

বরিশালে গুপ্তধন দেয়ার লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, ভন্ড ফকিরসহ ২ জন গ্রেপ্তার

বরিশালে গুপ্তধন পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে দুই সন্তানের জননীকে গণধর্ষনকারী ভন্ড ফকির ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে তাদের নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ভন্ড ফকির হেলাল হাওলাদার বরিশাল সদর উপজেলার কর্নকাঠি গ্রামের আশ্রাব আলী হাওলাদারের ছেলে এবং তার সহযোগী জাফর মীরা নগরীর বেলতলা এলাকার ইউনুস মিয়ার বাসার ভাড়াটিয়া এবং কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকার লাল মীরার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল। 

তিনি বলেন, ভন্ড ফকির হেলাল হাওলাদার কর্নকাঠি এলাকার আমিরুল ইসলামের বাগান বাড়ির কেয়ারটেকার হিসেবে চাকুরি করে। নিজেকে ফকির দাবী করে ঝাড়-ফুক দেয়। ভন্ড ফকিরের সহযোগি জাফর মীরা ওই নারী ও তার স্বামীকে গুপ্তধনের সন্ধান পাওয়ার প্রলোভন দেয়। এজন্য নারীকে আসনে বসার প্রস্তাব দেয়। এর মাধ্যমে গুপ্তধন পেলে নিজেরা ভাগবাটোয়ারা করে নেয়ার প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে সাড়া দিয়ে গত ১৫ জুলাই বিকেলে ওই নারীকে জাফর মীরা কর্নকাঠি আমিরুল ইসলামের বাগান বাড়িতে নেয়। গভীর রাতে ওই নারীকে আসনে বসিয়ে নানা তন্ত্র-মন্ত্র ঝাড় ফুকের নাম করে ভন্ড ফকির হেলাল ও জাফর মীরা পালাক্রমে ধর্ষন করে। 

এ ঘটনার পরদিন ওই নারী বাদী হয়ে বন্দর থানায় পরস্পর যোগসাজসে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন, বিশ্বাসভঙ্গ ও প্রতারনার অভিযোগে মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রেীয় কারাগারে পাঠানো হয়েছে ও নারীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত