আমতলী

আমতলীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে রবিবার সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।
পাবলিক সার্ভিস দিবসটি পালন উপলক্ষে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এক বর্নাঢ্য র‍্যালী শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন, আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, বরগুনা জেলা পরিষদ সদস্য আহুরুজ্জামান আলমাছ খান, আমতলীর সিনিয়র সাংবদিক মো. জাকির হোসেন, আমতলী উপজেলা প্রেসক্লাবের সম্পাদক এম সাঈদ খোকন প্রমুখ।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button