শনিবার, নভেম্বর ৩০, ২০২৪
spot_img
প্রচ্ছদবিনোদনফোন কলে হত্যার হুমকি পেয়ে সাধারণ ডায়েরি জিডি হিরো আলমের
টপিক

ফোন কলে হত্যার হুমকি পেয়ে সাধারণ ডায়েরি জিডি হিরো আলমের

আশরাফুল আলম ওরফে হিরো আলম সোমবার রাতে ফোন কলে হত্যার হুমকি পেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।গত ১৭ জুলাই রাজধানীর বনানীতে ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় শারীরিকভাবে লাঞ্ছিত হন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।এ ঘটনায় হিরো আলমের একান্ত সহকারী বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে বনানী থানায় একটি মামলা দায়ের করেন।

রাত সাড়ে ১১টার দিকে হিরো আলম হাতিরঝিল থানায় জিডি করেন বলে জানান ওই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির।

জিডি সূত্রে জানা যায়, হিরো আলমকে হত্যার হুমকি দিয়ে একটি অজ্ঞাত নম্বর থেকে তিনটি ফোন কল আসে। সোমবার রাত ৯টা ৪৩ মিনিটে তিনি প্রথম কল পান।

জিডিতে আরো উল্লেখ আছে, ফোনকারী তাকে (হিরো আলমকে) শিক্ষা দেবে এবং সাত দিনের মধ্যে তার লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে হুমকি দেয়।

হিরো আলমের ওপর ওই ঘটনায় দায়ের করা মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত