আমতলী

এডিস মশার বংশ বিস্তার রো‌ধে উপজেলা প্রশাসনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ক্যামিক্যাল স্প্রে ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ জুলাই) দুপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে ‍র‍্যালিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে থাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে ‍র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব। ঘর ও আশপাশের যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে এডিস মশার লার্ভা মরে যায়। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারনে পাত্রটি ঘষে পরিষ্কার করতে হবে। যে কোনো উপায়ে এডিস মশা ধ্বংস করতে হবে।এ বিষয়ে সচেতনতা বাড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে এলইডি মনিটর বসানো হবে।

তিনি আরো বলেন, এডিস মশা প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভার মেয়রসহ প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এম এ কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আবু জাহের, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপনসহ-গণমন ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button