আন্তর্জাতিক

নাইজারে অন্তর্বর্তী প্রধান হলেন জেনারেল আবদুর রহমান চিয়ানি

নাইজারে প্রেসিডেন্টের রক্ষীবাহিনীর প্রধান জেনারেল আবদুর রহমান চিয়ানি নিজেকে পশ্চিম আফ্রিকান দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেছেন। দুদিন আগে তার ইউনিট গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাত করার পর তিনি এই ঘোষণা দিলেন।

শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া চিয়ানি বলেন, ‘তিনি দেশের সুরক্ষার জন্য জাতীয় কাউন্সিলের প্রেসিডেন্ট’ হয়েছেন।

৬২ বছর বয়স্ক এই জেনারেল আরো বলেন, দেশের ক্রমশ ও অনিবার্য পতন এড়ানোর জন্য হস্তক্ষেপ প্রয়োজনীয় হয়ে পড়েছিল। তিনি বলেন, বাজুম জনগণকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে সবকিছু ঠিকমতোই চলছে। কিন্তু বাস্তবতা ছিল মৃত্যু, বিচ্যুতি, অধঃপতন ও হতাশার স্তুপ।

তিনি বেসামরিক শাসনে ফেরার কোনো সময়সীমা ঘোষণা করেননি।

তিনি ২০১৫ সাল থেকে রক্ষী বাহিনীর এলিট ইউনিটের নেতৃত্বে রয়েছেন। তিনি ২০২১ সাল পর্যন্ত দেশকে নেতৃত্ব দেয়া রাজনীতিবিদ মোহাম্মাদু ইসাফুর ঘনিষ্ঠ ছিলেন। ওই বছর নির্বাচিত হওয়ার পর বাজুম শপথ নেয়ার আগে একটি অভ্যুত্থান ব্যর্থ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই জেনারেল।

চিয়ানির ইউনিটটি প্রেসিডেন্ট বাজুমকে রাজধানী নিয়ামের প্রেসিডেন্ট প্রাসাদে আটকে রেখেছে। আফ্রিকার বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এই অভ্যুত্থানের নিন্দা করেছে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button