বরিশাল

ফ্রিল্যান্সিং কমিউনিটি লিডার হিসেবে অ্যাওয়ার্ড পেলেন বরিশালের সালেহীন সানি

কৃষি ইন্সটিটিউট অব বাংলাদেশের কনভেনশন হলে ইয়োথ গ্লোবাল ফাউন্ডেশন আয়োজিত রাইজিং ইয়োথ অ্যাওয়ার্ড প্রদান ২৯ জুলাই অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল ফ্রিল্যান্সার ফাউন্ডেশনের সভাপতি ও বরিশালের আইটি প্রতিষ্ঠান সাতরং সিস্টেমস’র ট্রেইনার সালেহীন সানি ফ্রিল্যান্সিং কমিউনিটি লিডার হিসেবে রাইজিং ইয়োথ অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. মোহাম্মাদ হাছান মাহমুদ এমপির হাত থেকে এ সম্মাননা পদক গ্রহণ করেন তিনি।

অ্যাওয়ার্ড পেয়ে সালেহীন সানি বলেন, ‘আমি খুবই আনন্দিত। এ অর্জন বরিশাল বিভাগের সকল ফ্রিল্যান্সারদের। আমি বিভাগের সকল ফ্রিল্যান্সারকে এ সম্মাননা উৎসর্গ করলাম। সব সময় ফ্রিল্যান্সারদের পাশে আছি এবং আগ্রহীদের উৎসাহ ও গাইডলাইন দিয়ে যাচ্ছি। আমরা আইটি প্রফেশনাল ও ফ্রিল্যান্সাররা যারা আছি অবশ্যই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখব।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপির সহধর্মিণী ইয়ূথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সীমা হামিদ, হাইটেক পার্কের ব্যাবস্থাপন পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বাপেক্সের পরিচালক সুফী ফারুক, ইয়ূথ ক্যারিয়ার ইনস্টিটিউটের সভাপতি আরেফিন দিপু ও সাধারণ সম্পাদক অন্তু করিম প্রমুখ।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button