বরগুনাবরিশাল

বরগুনার বেতাগীতে ধানক্ষেতে থেকে মোটরসাইকেল-চালকের লাশ উদ্ধার

বরগুনার বেতাগীতে মহাসড়ক-সংলগ্ন ধানক্ষেত থেকে মিজানুর রহমান (৩২) নামে এক মোটরসাইকেল-চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে বেতাগীতে মহারাজেরপুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মিজানুর রহমান উপজেলার বাসন্ডা ভোলানাথপুর সিকদার বাড়ির বাসিন্দা মোশারেফ সিকদারের ছেলে।

জানা গেছে, সড়কের পাশে মোটরসাইকেলসহ মিজানুরের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। প্রাথমিকভাবে এটিকে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

মিজানুরের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা থেকেই নিখোঁজ ছিলেন মোটরসাইকেল-চালক মিজানুর রহমান।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button