২৫৯৩ শিশুর জন্মদিনের উপহার প্রদান – Channel A
আমতলী

২৫৯৩ শিশুর জন্মদিনের উপহার প্রদান

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলী উপজেলার ২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৫টি গ্রামের তালিকা ভূক্ত ২৫৯৩ শিশুর জন্মদিনের উপহার হিসেবে বিভিন্ন উপহার সামগ্রী বৃহস্পতিবার সকালে বিতরন করা হয়েছে। এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন আমতলী অফিস এ উপহার সামগ্রী বিতরন করেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে প্রত্যেক শিশুকে ১টি করে বালতি, ১২টি কলম, ১২টি রংপেন্সিল, ২টি স্যাভলন সাবান, ১ প্যাকেট কাপর ধোয়া গুরা সাবান ও ১টি বিছানার চাঁদর। বিতরন উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে এক অনুষ্ঠানের আযোজন করা হয়। এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম। সভায় বক্তব্য রাখেন নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, গ্রাস উন্নয়ন কমিটির সভাপতি আনোয়ার হোসেন ফকির ও ওয়ার্ল্ড ভিশন আমতলী অফিসের ম্যানেজার সুরভী বিশ্বাস প্রমুখ।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button