বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পরে তিনদিন ধরে এফবি মায়ের দোয়া নামে একটি মাছ ধরা ট্রলারসহ ১২ জন জেলে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার (৩১ জুলাই) পটুয়াখালী উপজেলার মহিপুর ঘাট থেকে সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে এফবি মায়ের দোয়া ট্রলার মালিক ও মাঝি আল আমিনের সাথে তার ভাই রফিকের মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয়। এ সময় জানায় যে তারা মহিপুর ঘাটে মাছ বিক্রি করে আবার সাগরে মাছ ধরার জন্য রওয়ানা হয়েছে। পরদিন থেকে তাদের ফোনে আর পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ জেলেরা হলেন, এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক আল আমিন, জেলে সরোয়ার মিয়া, আলতাফ হোসেন, হানিফা, মোসলেম, রাকিব মিয়া, আ. হাকিম, আব্বাস, মোক্তার মোল্লা, জাকির হোসেন, সাহেব আলী, কামাল বিশ্বাস। সবার বাড়ি পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (২২ জুলাই) বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি লঞ্চঘাট হতে কাঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো: মুনসুর আকনের ছেলে মো: আল আমিনের মালিকানাধীন ইঞ্জিন চালিত এবি মায়ের দোয়া ট্রলারটি মালিকসহ মোট ১২ জন জেলে মাছ ধরার জন্য গভীর সমুদ্রের উদ্দেশে যায়। এরপর সোমবার (৩১ জুলাই) তার ভাই রফিকের সাথে কথা হলেও আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।
আল আমিনের ভাই রফিক বলেন, মহিপুর ঘাট ছাড়ার সময় কথা হয়েছে। এরপর আর ফোনে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মঙ্গলবার সাগরে প্রচন্ড ঝড়ের কবলে ওই ট্রলারটি ডুবে যেতে পারে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, স্বজনরা এ রকমের খবর আমাদের কাছে জানিয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি।