জাতীয়রাজনীতি

হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গেলেও এখন চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানী এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গুলশান বাসভবন থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করেন বেগম জিয়া।

হাসপাতালে রওনা হওয়ার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ তার বাসা ফিরোজায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ জুন রাতে হটাৎ অসুস্থ হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাতেই এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভর্তি হন।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button