আমতলী

আমতলীতে গৃহহীন ও ভূমিহীন ৭৫ পরিবার পেলে পাকা ঘর

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে বরগুনার আমতলী উপজেলায় বুধবার বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে ৭৫ জন গৃহহীন ভুমিহীনকে ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরগুলো হস্তান্তর করেন ।
আমতলী পৌরসভায় ও ৪টি ইউনিয়নের ৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলির ঘরের চাবি ও নামজারী পচার্ হস্তান্তর করা হয়। জমির দলিল ও ঘরের চাবি হস্তার অনুষ্ঠানে সভাপত্বি করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল অঅলম। প্রধান অীতথি হিসেবে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড এম এ কাদের মিয়া। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি , আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লা আবু জাহের, আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন সেরনিয়াবাত, চাওড়া ইউপি চেযারম্যান মো. আখতারুজ্জামান বাদল, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুর ইসলাম রিপন, আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড: এইচ এম মনিরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, ডা. জায়েদ আলম ইরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধাসহ সকল সরকারী প্রতিষ্ঠানের কর্মকতার্রা এবং উপজেলার সিনিযর সাংবাদিকরা উপস্তিত ছিলেন।
উল্লেখ্য চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আমতলী উপজেলায় ৭৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার ২ শতক করে জমি ও ১টি করে ২ রুম বিশিষ্ট সেমিপাকা ঘর পেয়েছে । এর মধ্যে পৌরসভায় ২৪টি, গুলিশাখালী ইউনিয়নে ১১টি, চাওড়া ইউনিয়নে ১৯টি, আমতলী সদর ইউনিয়নে ১৬টি ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ৫টি।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button