জাতীয়রাজনীতি

মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে খালেদা জিয়ার

গতকাল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার করতে গিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ‘মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী ম্যাডামের চিকিৎসা চলছে। এছাড়াও আজ সন্ধ্যায় আবার মেডিক্যাল বোর্ড বসবে।’

উল্লেখ্য, এর আগে গত ১২ জুন দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন। অধ্যাপক ডা. সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ডের অধীনে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের ভাড়াবাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ ও হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button