জাতীয়রাজনীতি

১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ,এবারের লড়াই জীবনপণ লড়াই : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। এবারের লড়াই জীবনপণ লড়াই।তিনি বলেন, ২০১৪ ও ’১৮ সালের মতো নির্বাচন করে পার পেতে চায় আওয়ামী লীগ। কিন্তু দেশের জনগণ সেটা হতে দিবে না।

শুক্রবার (১১ আগস্ট) ঢাকা মহানগরর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার আমাদের সকল অর্জন ধ্বংস করে দিয়েছে। আমাদের বিচারব্যবস্থা শেষ করে দিয়েছে। বিচার বিভাগের মধ্য দিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। তাতে কি আন্দোলন থেমে গেছে? থামানো কি যায়? না।

বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন কমিশন গঠন করতে হবে।

তিনি বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। এবারের লড়াই জীবনপণ লড়াই। কোনোভাবেই আমাদেরকে আটকানো যাবে না।’

‘মানে মানে পদত্যাগ করতে’ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা ফখরুল বলেন, ‘না হলে আমাদের নেতাও বলেছেন- ফয়সালা হবে রাজপথে। এবারের লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, খালেদা জিয়াকে মুক্ত করার লড়াই।’

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button