জাতীয়রাজনীতি

বেশ কয়েকদিন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার করতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত বুধবার (৯ আগস্ট) রাতে অসুস্থতাজনিত কারণে তাকে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করানো হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে জানতে চাইলে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান চিকিৎসকদের বরাত দিয়ে জানান, ম্যাডাম আগের মতোই আছেন। তার স্বাস্থ্যের কোনো উন্নতি বা অবনতি হয়নি। চিকিৎসা বোর্ডের পরামর্শে চিকিৎসা চলছে।

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে। লিভার জটিলতা বেশি দেখার কারণে ও অন্য অন্য সিনড্রোম অস্বাভাবিক হওয়ায় তাকে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে।

তিনি আরো বলেন, ম্যাডামের যখন এই লিভার সিরোসিস জটিলতা সৃষ্টি হয়েছিল। সেই সময়ে যদি চিকিৎসা করা যেতে তাহলে এটি থাকত না। ঠিক সময়ে চিকিৎসা না হওয়ায় আজ এমন ভুগতে হচ্ছে ম্যাডামকে।

উল্লেখ্য, গত বুধবার (৯ আগস্ট) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার করতে এভার কেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখানে তাকে ভর্তি করানো হয়। এর আগে গত ১৩ জুন রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। বেশ কয়েকদিন হাসপাতালে ছিলেন তিনি।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button