পিরোজপুরবরিশাল

সাঈদীর মৃত্যুতে শোকাহত ইন্দুরকানী, বন্ধ হাট-বাজার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই তার নিজ গ্রাম ইন্দুরকানীর সব হাট-বাজার বন্ধ রয়েছে। আজ সকালেও কোনা দোকান-পাট খুলতে দেখা যায়নি।

এদিকে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৮ মিনিটে তার লাশবাহী গাড়ি পুলিশ পাহারায় পিরোজপুর পৌঁছায়। সেখানে ঢল নামে মানুষের।

জানা গেছে, সাঈদীকে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের বায়তুল হামদ জামে মসজিদের পাশে দাফন করা হবে।

মঙ্গলবার নিজস্ব ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন ছেলে মাসুদ সাঈদী।

মাসুদ সাঈদী স্ট্যাটাসে উল্লেখ করেন, এখানেই শুয়ে আছেন তার (সাঈদী) কলিজার টুকরা বড় সন্তান রাফীক বিন সাঈদী, তার অত্যন্ত স্নেহের ছোট ভাই হুমায়ুন কবীর সাঈদী, তার কন্যাসম বড় পুত্রবধূ সুমাইয়া রাফীক সাঈদী।

উল্লেখ্য, সোমাবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button