আমতলী

আমতলীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আমতলী (বরগুনা) সংবাদদাতা:

বরগুনার নবাগত জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম আমতলী উপজেলায় শুভ আগাম উপলক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিওকর্মী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করেন।

বুধবার (১৬ আগস্ট) ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার আয়োজন করেন আমতলী উপজেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। সভার শুরুতে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এম এ কাদের মিয়া, পৌর মেয়র ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসা. মনিরা বেগম।

সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা আবদুল মুনায়েম সাদ, জেলা পরিষদের সদস্য আহারুজ্জামান খান আলমাছ, আমতলী থানার ওসি (তদন্ত) মো. আমির হোসেন, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান খান বাদল, মিন্টু মল্লিক, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, সোহেলি পারভীন মালা, মনিরুল ইসলাম মনি, রফিকুল ইসলাম রিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

সভা শেষে জেলা প্রশাসক যুব উন্নয়ন অধিদপ্তরের ৫ জনকে ২ লক্ষ ৯০ হাজার টাকার যুব ঋণ গাছের চারা বিতরন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করন ও চাগল এবং ছাগল পালনের খবারসহ ওষুধ বিতরন করেন।

পরে জেলা প্রশাসক বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন এনএসএস আয়োজনে ২৫৯৩ জন হতদরিদ্র শিশুর মাঝে শিক্ষা উপকরন বিতরনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা, জেলা প্রশাসক মুহা: রফিকুল ইসলাম।

এসময় হতদরিদ্র শিশুদের হাতে বালতি ২টি, সাবান ২টি, বিছানা চাদর ১টি, কাপর ধোয়া গুরা সাবান ১ প্যাকে, কলম ১২টি, পড়ার টেবিল ১টি ও রংপেন্সিল তুলে দেন।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button