পিরোজপুরবরিশাল

আল্লামা সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে পোস্ট, নাজিরপুর ছাত্রলীগের ২ নেতাকে অব্যহতি

পিরোজপুরের নাজিরপুরে জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় দুই ছাত্রলীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তরিকুল ইসলাম চৌধুরী তাপস ও সাধারণ সম্পাদক মো: আল-আমিন শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া এ অব্যাহতির আদেশ রোববার (২০ আগস্ট) সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

অব্যহতি প্রাপ্ত ওই দুই ছাত্রলীগ নেতারা হলেন উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয় ছাত্রলীগের সভাপতি রুম্মান হোসেন ও ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। 

তবে অব্যাহতি পত্রে সাঈদী প্রসঙ্গ টানা হয়নি। অব্যাহতি দেয়ার কারণ হিসেবে এতে বলা হয়েছে, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় তাদের সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেয়া হলো।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তরিকুল ইসলাম চৌধুরী তাপস জানান, ওই দুই নেতা গত ১৪ আগস্ট তাদের নিজস্ব ফেসবুক আইডি থেকে সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। 

এ বিষয়ে ছাত্রলীগ নেতা রুম্মান হোসেন বলেন, একজন মুসলমানের মৃত্যুর খবর শুনে অন্য মুসলামানের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা উচিৎ। সেই হিসেবে আমি ফেসবুকে তা লিখেছি। কোনো জামায়াত নেতার জন্য শোক জানাইনি। সাধারণ সম্পাদক রাকিবও একই কথা জানান।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button