বরিশাল

উজিরপুরে সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেয়ায় ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার

বরিশালের উজিরপুরে জামায়াত নেতা সাঈদীর মৃত্যুর পর তার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় চার ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী ও সাধারণ সম্পাদক জালিছ মাহামুদ শাওন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কার করা হয়।

বহিস্কার হওয়া ছাত্রলীগ নেতারা হলেন ধামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান, সদস্য সাইদ ফকির, গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: রাজু হাওলাদার এবং গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের ছাত্রলীগের সভাপতি তাইজুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী বলেন, বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং দলের আদর্শ বহির্ভূত কাজে জড়িত থাকায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরো বলেন, একই সাথে কেন্দ্রীয় কমিটির নিকট স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button