শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালবরিশালের মুলাদীতে পূর্ব শত্রুতার জেরে হত্যা ১, গ্রেফতার ২
টপিক

বরিশালের মুলাদীতে পূর্ব শত্রুতার জেরে হত্যা ১, গ্রেফতার ২

বরিশালের মুলাদী উপজেলায় কাজিরচর ইউনিয়নে মীরগঞ্জ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আ: রব হাওলাদার (৬৮) নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ বছর ধরে এলাকার কামাল সরদার গ্রুপ ও আব্বাস হাওলাদার গ্রুপদের মধ্যে জমিজমা-সংক্রান্ত বিরোধ চলে আসছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ আ: রব হাওলাদার মীরগঞ্জ এলাকার আব্বাস হাওলাদারের বাবা।

আরো জানা যায়, এলাকার আমির সরদারের মেয়ে আইরিন অলি উদ্দিন চৌকিদারের ছেলে রাব্বির সাথে পালিয়ে যায়। ওই ঘটনায় আমির সরদার থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে রাব্বি ও বাবা রাজ্জাক হাওলাদারকে আসামি করা হয়েছিল। বিষয়টি মিথ্যা প্রমাণিত হলে আব্বাস হাওলাদার ২১ আগস্ট দিবাগত রাতে আমির সরদারের বাড়িতে গিয়ে জানতে চায় আমার চাচাত ভাইকে মিথ্যা আসামি কেন করা হয়েছে। এ নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়েছে।

২২ আগস্ট আব্বাস হাওলাদারের বাবা আ: রব হাওলাদার বাজার করার জন্য সকাল ৯টায় বাড়ি থেকে অটোযোগে খাশেরহাট বাজারে আসার পথে প্রতিপক্ষের লোকেরা অটোগাড়ি পথরোধ করে। এ সময় আ: রব হাওলাদারের ওপর টেটা ও দেশীও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে। সাথে সাথে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরণ করেন।

আরো জানা যায়, কামাল ও জামাল সরদার বাবা আবুল কালাম সরদার, শামিম খান, আতাহার সরদার, এনামুল সরদার, মাহাবুব সরদার, তুহিন সরদার, মানিক সরদার ও আশ্রাফুজ্জামানসহ ২৫ থেকে ৩০ জন হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। থানা অফিসার ইনচার্জ জানান, ঘটনা স্থল পরিদর্শন করছি। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার ব্যাপারে পুলিশ কাজ করছে।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত