সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালবরিশালের উজিরপুরে শিক্ষিকার কাছে চাঁদা দাবিতে এক যুবক গ্রেফতার
টপিক

বরিশালের উজিরপুরে শিক্ষিকার কাছে চাঁদা দাবিতে এক যুবক গ্রেফতার

বরিশালের উজিরপুরে এক প্রধান শিক্ষিকার কাছে চাঁদা চাওয়ার অভিযোগে মেহেদী হাসান বাবুল (৩২) নাম এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মেহেদী হাসান উপজেলার দক্ষিণ কমলাপুর গ্রামের হারুন সরদারের ছেলে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার গুঠিয়া ইউনিয়নের ১৩৮ নম্বর দক্ষিণ কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিমা রানী সমাদ্দারের (৫২) কাছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল। এ বিষয়ের প্রতিবাদ করায় মাদকসেবী মেহেদী হুমকি দিয়া বলেন যে চাঁদার টাকা না দিলে বিদ্যালয় বন্ধ করে দিবেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টায় মেহেদী ওই বিদ্যালয়ের অফিস কক্ষে অনধিকার প্রবেশ করেন এবং বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত রুটিন মেইনটেন্যান্সে চল্লিশ হাজার টাকা, বিদ্যালয়ের পাঁচ শিক্ষকের কাছে তাদের মাসিক বেতনের এক হাজার টাকা করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে প্রধান শিক্ষিকা অফিস কক্ষে থাকা বিশ হাজার টাকা মেহেদীকে দেন। এরপরও মেহেদী আরো টাকার দাবি করলে প্রধান শিক্ষিকা ডাক-চিৎকার শুরু করেন এবং বিদ্যালয়ের অন্য শিক্ষক ও স্থানীয়রা এসে চাঁদাবাজ মেহেদীকে আটক করে পুলিশে খবর দেয়।

উজিরপুর মডেল থানার (অফিসার ইনচার্জ) ওসি জানান, চাঁদা দাবি করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার আদালন চালান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত