বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালঝালকাঠিঝালকাঠিতে অস্ত্র আইনে যুবকের ২২ বছরের কারাদণ্ড

ঝালকাঠিতে অস্ত্র আইনে যুবকের ২২ বছরের কারাদণ্ড

ঝালকাঠিতে অস্ত্র মামলায় মো: আল আমিন খান (৩৫) নামে এক যুবকের ২২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা মোহাম্মদ ওয়ালিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণাা করেন।  দণ্ডপ্রাপ্ত আল আমিন খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের আবুয়াল খানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে ৯ মে দিবাগত রাত ৮টায় নলছিটি উপজেলা দপদপিয়া চৌমাথায় ব্যবসায়ী শফিকুল ইসলামের দোকানের সামনে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালায়। এ সময় মো: আল আমিনকে অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে র‌্যাব-৮ এর ডিএডি শেখ আমিনুল ইসলাম ওই রাতেই নলছিটি থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই সোলায়মান তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আল আমিনকে ২২ বছরের কারাদণ্ড প্রদান করে।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি আব্দুল মান্নান রসুল ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাসির উদ্দিন কবির। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত