বরগুনাবরিশাল

বরগুনায় টিসিবির ৯০ বস্তা চালসহ আটক ১

বরগুনায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৯০ বস্তা চাল, ২০ হাজার টাকা এবং একটি মিনি ট্রাকসহ এক ডিলারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।আটক ডিলার সজিব খান স্থানীয় তালতলীর আম্মাজান এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী। তিনি তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জালাল খানের ছেলে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে বরগুনা পৌর শহরের গগন স্কুল সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) বসির আলম বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে জেলার তালতলী উপজেলা থেকে ট্রাক ভর্তি চাল নিয়ে রওনা দিয়েছে। আমরা পৌর শহরের গগন স্কুল সড়কে অভিযান পরিচালনা করে মিনি ট্রাকসহ ৯০ বস্তা চাল, ২০ হাজার টাকা ও মেসার্স আম্মাজান এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ডিলার সজিব খানকে আটক করতে সক্ষম হয়েছি।’

তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুম্পা বলেন, ‘ইতোমধ্যে আমার ট্যাগ অফিসার নিজে উপস্থিত থেকে ওই ইউনিয়নের এক হাজার ১৬৫ জনের চাল বিতরণ করেছে। বাকি ২০০৩ জনের এক হাজার ১৫ কেজি চাল থাকার কথা। কিন্তু ৯০ বস্তা বা দুই হাজার সাত শ’ কেজি চাল কোথা থেকে এসেছে তা আমার জানা নেই। এর আগে আমাদের কাছে ডিলাররা জানিয়েছে যে জনপ্রতি পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তাদের কাছে অতিরিক্ত কোনো চাল নেই।’

তিনি আরো বলেন, ডিলার সজিব খান বড় বগি ইউনিয়নের মেসার্স আম্মাজান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী। অভিযুক্ত ব্যক্তির ডিলারশিপ বাতিলের ব্যবস্থা করা।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button