ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, ‘আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, বর্তমান অবৈধ সরকার সংবিধানের দোহাই দিয়ে আরো একটি পাতানো নির্বাচনের আয়োজন করতে চায়। কিন্তু তা কোনোভাবেই করতে দেয়া হবে না, আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিহত করা হবে।’
শুক্রবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মারকাজুন নুর কওমী মাদরাসা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশে কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘সরকারের পায়ের তলায় মাটি নেই, তাই কোনো আন্দোলনই সহ্য করতে পারে না এবং একটি অথর্ব নির্বাচন কমিশন দ্বারা বার বার নির্বাচন ব্যবস্থার ওপর নগ্ন হস্তক্ষেপ করছে। এই অথর্ব নির্বাচন কমিশন বাতিল এবং সরকারকে পদত্যাগ করে একটি জাতীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। অন্যথায় এদেশের তরুণ-যুবক, ওলামা মশায়েখ, ছাত্র-শিক্ষক, শ্রমজীবীসহ সকল পেশার মানুষকে সাথে নিয়ে এমন আন্দোলন গড়ে তোলা হবে, সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।’
মারকাজুন নুর কওমী মাদরাসার পরিচালক মুফতী বিন ইয়ামিনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আলমগীর হোসেন, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান সবুজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আব্দুল জব্বার পীর সাহেব মধ্য কৈখালী, হাফেজ মাওলানা সুলতান আহমাদ খান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কে এম সোলায়মান আল সাঈদ। এতে চরমোনাই মুরিদানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।