আমতলী

আমতলীতে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার—পরিচ্ছন্নতা সপ্তাহ পালন

নিজস্ব প্রতিবেদকঃ নিজ আঙিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি এই—প্রতিপাদ্য—নিয়ে— ২৯ অক্টোবর হতে ৪ নভেম্বর ২০২৩ পর্যন্ত, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছনতা সপ্তাহ ২০২৩, দিবসটি উপলক্ষে ৩০ অক্টোবর সকালে আমতলী উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছনতা ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনায়েম সাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখান।
র‌্যালি শেষে উপজেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মজিবর রহমান, ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, মুহাম্মদ জামাল হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের, আমতলী থানার ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাত, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আরপাঙ্গাসিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, গুলিশাখালি ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button