আমতলীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ – Channel A
আমতলী

আমতলীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরগুনার আমতলীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে, উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মজিবর রহমান, চাওরা ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান ও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র—ছাত্রীবৃন্দরা।


আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।


সভায়, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম সকল ছাত্র—ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, প্রতিযোগিতা শুধু জেলায়, উপজেলায়, বিভাগেও নয় প্রতিযোগিতা করতে হবে সারাবিশ্বের সাথে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button