বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালআমতলীআমতলীতে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরন
টপিক

আমতলীতে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরন

রবি/২০২৩—২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, খেসারী ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


৭ নভেম্বর মঙ্গলবার আমতলী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানটি হয়ে থাকে।

অনুষ্ঠানে, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমতলী, বরগুনা এর বাস্তবায়নে, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে, উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইছা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মজিবর রহমান, ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,

চাওরা ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, সমকাল আমতলী প্রতিনিধি, মোঃ জাকির হোসেন, এ.কে.এম খায়রুল বাশার বুলবুল, সভাপতি আমতলী প্রেসক্লাব, দৈনিক জনকন্ঠ আমতলী নিজস্ব সংবাদদাতা, কাজী হোসাইন আলী প্রমুখ।


অনুষ্ঠান শেষে, কৃষি প্রনোদনার আওতায় আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭৩২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত