বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালআমতলীআমতলী পৌরসভায় মধ্যরাতে লাগা আগুনে নিঃস্ব দিনমজুর পরিবার
টপিক

আমতলী পৌরসভায় মধ্যরাতে লাগা আগুনে নিঃস্ব দিনমজুর পরিবার

আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড লোছা গ্রামের, নয়াভাঙ্গলিতে মধ্য রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে, হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে, বিধবা মনোয়ারা বেগমের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে, খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ।

পুড়ে যাওয়া ঘড়টিতে, মনোয়ারা বেগম ও তার ২ নাতি সহ মোট তিনজন ঘুমিয়ে ছিলেন।


২৩ নভেম্বর, আনুমানিক রাত্র ৩ টার দিকে ঘুমের মধ্যে গরম অনুভব করে ঘুম ভেঙ্গে উঠে দেখে আগুন, কান্নাকাটি চিল্লা পাল্লা ও আগুন আগুন বলে চিৎকার করে, চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে বিধবা মনোয়ারা বেগমকে কোন রকম উদ্ধার করতে পারলেও ততক্ষনে তার ঘরে পুরে ছাই হয়ে গেছে।


বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের লেলিহান শিখায় বিধবা মনোয়ারা বেগমের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান, প্রতিবেশী রাজিয়া বেগম। অগ্নিকান্ডে প্রতিবেশী রাব্বি কবিরাজের বসত ঘরেরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তার ক্ষতির পরিমান প্রায় ২ লক্ষ টাকা।


আগ্নিকান্ডের খবর পেয়ে, ঘটনাস্থল পরিদর্শন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর জি.এম মুসা।


তারা বলেন শিগ্রই ভুক্তভোগী পরিবারকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা হবে। নিঃস্ব পরিবারটি আসন্ন শীতে মাথা গোজার ঠাই এর জন্য জনপ্রতিনিধির মাধ্যমে উপজেলা প্রশাসন বরাবর সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত