আমতলী

আমতলী উপজেলা আওয়ামীলীগের বিবদমান কলহ ও ভুল বোঝাবুঝির অবসান

কামরুল হাসান সায়মন (নিজস্ব প্রতিবেদক)

আমতলী উপজেলা আওয়ামীলীগের, সভাপতি ও সম্পাদক এর অনুসারীদের মধ্যে বিবদমান কলহ ও ভুল বোঝাবুঝির অবসান করতে ও সংসদ নির্বাচন কে কেন্দ্র করে, ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার প্রত্যয়ে ৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায়, দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মেয়র মো: মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, সিনিয়র সহ—সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, সহ—সভাপতি গাজী শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালকুদার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জি এম মুসা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাইফুল ইসলাম সুমন, আসাদুর রহমান আসাদ মৃধা, সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, যুবনেতা আল ফাহাদ, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা তাদের বক্তব্যে পূর্বের সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button