কুয়েতপ্রবাস

কুয়েতের মাংগাফ এলাকায় সাইকেল দুর্ঘটনায় সিলেটের ফাহিম নিহত

মোঃ আলাল আহমদ কুয়েত প্রতিনিধি:

কুয়েতে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ফাহিম সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার ইউনিয়নের মতিচর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

সোমবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়েতের মাংগাফ এলাকায় সাইকেল চালানো অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ফাহিম।

নিহতের চাচাতো ভাই ইমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। সিগনাল ক্রস করার সময় অন্য একটি গাড়ি সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান। ফাহিম একটি কোম্পানিতে কাজ করতো। ডিউটি শেষে পার্টটাইম কাজ করার জন্য বের হলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম আহমদ ছয় বছর আগে কুয়েত এসেছিলেন। দুই মাস ছুটি কাটিয়ে গত বছরের জানুয়ারিতে কুয়েত ফিরছিলেন ফাহিম। চার বোন ও দুই ভাইয়ের মাঝে সে একজন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ফাহিমের মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button