কুয়েতপ্রবাস

কুয়েতে প্রায় দুই কোটি টাকা নিয়ে শামীম পলাতক

কুয়েত প্রতিনিধিঃ

কুয়েতে প্রায় ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে মোঃ শামীম আহমেদ নামের এক কুয়েত প্রবাসী। গত সোমবার কুয়েত সিটির রাজধানী হোটেলে হল রুম এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী কুয়েত প্রবাসী সিলেটের গোলাপগঞ্জ থানার আব্দুল মান্নান।


শামীম আহমেদ সিলেট মৌলভীবাজার সদর উপজেলার বিরাইমাবাদ গ্রামের মোহাম্মদ তাহেরের পুত্র। সংবাদ সম্মেলন আব্দুল মান্নান বলেন,শামীম বিভিন্ন সময় নিজের বিভিন্ন সমস্যার কথা বলে কয়েক ধাপে ৪১ হাজার কুয়েতি দিনার যা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি টাকা নিয়ে বাংলাদেশে পালিয়ে গেছেন।

তিনি ভালো সম্পর্ক তৈরি করে নানা সমস্যা দেখিয়ে টাকা নেন।

খুবই অল্পদিনের মধ্যেই সেগুলো ফেরত দিয়ে দেবেন বলে জানান। কিন্তু সেটি তিনি করেননি। পরবর্তীতে শামীমের কফিলের (স্পন্সর) ও স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতাদের কাছেও অভিযোগ করি।

এতে ন্যায় বিচার না পেয়ে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে অভিযোগ করি। দূতাবাস আমার অভিযোগ গ্রহণ করে বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেরণ করে কুয়েত প্রবাসী লাপাত্তা শামীম আহমদের নামে কুয়েতে নানা অভিযোগ রয়েছে স্থায়ী সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button