আমতলী

আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কামরুল হাসান সায়মন, স্টাফ রিপোর্টার:
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান।

আনোয়ারুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আবু যাহের, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু কমান্ডার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইসা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, প্রেসক্লাব সভাপতি খাইরুল বাশার বুলবুল, এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হান্নান, দৈনিক সমকাল প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি মনির হোসেন সহ গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বিজয়ের দ্বারপ্রান্তে এসে একটি জাতিকে মেধাশূন্য করার প্রয়াসে হীনমণ্য পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের দ্বারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যাযজ্ঞের প্রতি নিন্দা ও ঘৃনা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button