কুয়েতপ্রবাস

আমিরের মৃত্যুতে সহমর্মিতা জানাতে কুয়েতে পররাষ্ট্রমন্ত্রী।

মোঃ আলাল আহমদ (কুয়েত প্রতিনিধি)

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সহমর্মিতা ও সমবেদনা জানাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার (১৮ ডিসেম্বর) কুয়েতে গেছেন। পররাষ্ট্রমন্ত্রী তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আল আদওয়ানি পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান।

ড. মোমেন কুয়েতে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ-সংক্রান্ত কুয়েত সরকার আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

গত শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে মারা যান কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ। শেখ নাওয়াফকে ২০০৬ সালে কুয়েতের যুবরাজ ঘোষণা করা হয়েছিল। সে সময়ে কুয়েতের আমির ছিলেন তার সৎভাই শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ। ২০২০ সালের সেপ্টেম্বরে শেখ সাবাহ (৯১) মারা গেলে শেখ নাওয়াফ কুয়েতের আমির হন।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button