আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এর ফলাফল প্রকাশ – Channel A
আমতলী

আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এর ফলাফল প্রকাশ

কামরুল হাসান সায়মন, নিজস্ব প্রতিবেদক

আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এর ফলাফল প্রকাশ ২০২৩ উপলক্ষে আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর গভর্নিং বডির সভাপতি এডভোকেট মিজানুর রহমান সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মেয়র মোঃ মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, ইউনুস আলী খান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, আমতলী উপজেলা শিক্ষা অফিসার মো: শফিউল আলম, কে এম শহিদুল্লাহ, ইন্সট্রাক্টর ইউটিআরসি, আমতলী, বরগুনা, সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মনিরুজ্জামান, আমতলী এম.ইউ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এম এ হান্নান, এম.ইউ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হক মাস্টার সহ সকল অভিভাবকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button