বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img
প্রচ্ছদঅপরাধবরগুনা জেলার পাথরঘাটা থানা হতে যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী র‌্যাব-৮, সিপিসি-১,...

বরগুনা জেলার পাথরঘাটা থানা হতে যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক গ্রেফতার

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অদ্য ০৪/০৩/২০২৪ইং তারিখ আনুমানিক ২০:৩০ ঘটিকার সময় কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন নতুন বাজার এলাকা হতে যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মহিউদ্দিন (৩০), পিতা- মোঃ আবুল হাওলাদার, মাতা- মমতাজ বেগম, সাং- দক্ষিণ বড় লবনগোলা, থানা-সদর, জেলা-বরগুনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী স্মীকার করে যে, সে জিআর-৬৫৮/১৬ (কোতয়ালী), ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় দোষী সাব্যস্ত হয়ে যাজ্জীবন (আমৃত্যু নহে) সহ ১০,০০০/- টাকা অর্থদন্ড, অনাদায়ে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী। সে আরোও জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং মাদক সহ গ্রেফতার হয়।

মাদকের সাথে তার সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে। গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত