এইচ এম রাসেল, বিশেষ প্রতিনিধিঃ
আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমতলী উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পেট্টোল বোমা বিষ্ফোরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রদলের চার নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে বায়েজিদ নামের একজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমতলী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সোয়েব ইসলাম হেলালের অভিযোগ বিক্ষোভ মিছিল বানচাল করতে ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মতিন খাঁনের অভিযোগ হয়রানী ও মিথ্যা মামলা করতেই পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছেন। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে উপজেলা সড়কের কার্তিক মন্ডলের বাড়ীর সামনে।
জানাগেছে, আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমতলী উপজেলা ছাত্রদলের আহবায়ক সোয়েব ইসলাম হেলাল ও সদস্য সচিব মোঃ ইমরান খাঁনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আমতলী সরকারী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। ওই মিছিলটি উপজেলা সড়কের কার্তিক মন্ডলের বাড়ীর সামনে আস মাত্রই সড়কের পাশ থেকে ৭-৮ জন দলের মুখোশধারী ছাত্রলীগ নেতাকর্মী পেট্টোল বোমা বিষ্ফোরন ঘটায় বলে দাবী করেন উপজেলা ছাত্রদল আহবায়ক সোয়েব ইসলাম হেলাল। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ছাত্রদল নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এতে ছাত্রদলের সদস্য সচিব ইমরান খাঁন, আশ্রাফ, ইমন ও বায়েজিদ আহত হয়। এদের মধ্যে বায়েজিদ নামের একজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ব্যাগে আটটি পেট্টোল বোমা উদ্ধার করেছে।
আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইমরান খান বলেন, আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সড়কের কার্তিক মন্ডলের বাড়ীর সামনে আসি। এমন মুহুর্তে ছাত্রলীগের মুখোশধারী ৭-৮ জন সন্ত্রাসী মিছিলে পেট্টোল বোমা মেরেছে। পরে আমরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
আমতলী উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ সোয়েব ইসলাম হেলাল বলেন, মিছিল বানচাল করতেই ছাত্রলীগের সন্ত্রাসীরা পেট্টোল বোমার বিষ্ফোরন ঘটিয়েছে।
আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি মতিন খান বলেন, হয়রানী করতেই পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে পেট্টোল বোমার বিষ্ফোরন ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছেন। তিনি আরো বলেন, বর্তমান অবস্থায় ছাত্রলীগের কোন নেতাকর্মী এলাকায় নেই। তারা কিভাবে এমন ঘটনা ঘটিয়েছে? ছাত্রলীগের নেতাকর্মীদের নামে মামলা করতেই তারা নাটক সাজিয়েছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জমান খাঁন বলেন, আহত একজনকে যথাযথভাবে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, ঘটনাস্থল থেকে ব্যাগে ভর্তি কয়েকটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এএসপি (আমতলী-তালতলী) সার্কেল মোঃ রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোতলের ভাঙ্গা অংশ দেখতে পেয়েছি। তদন্ত চলছে। তিনি আরো বলেন, ওইগুলো কি ছিল তা বলতে পারবো না। বিশেষজ্ঞরা এ বিষয়ে বলতে পারবেন।