বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালআমতলীবাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আমতলী উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
টপিক

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আমতলী উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

জাকির হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমতলী উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল সোমবার সকাল ১০টায় আমতলী উপজেলা ডাকবাংলোর হল রুমে অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিদযোদ্ধা দল বরগুনা জেলা শাখার সম্পাদক বীরমুক্তিযোাাদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউসিলে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এবং ব্যাপক আলাপ আলোচনার পর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমতলী উপজেলা শাখার ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়। বীরমুক্তিদযোদ্ধা আব্দুল আজিজ মিয়াকে সভাপতি এবং বীরমুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হাওলাদারকে সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা মো. দেলায়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলো সহ-সভাপতি বীরমুক্তিযোাাদ্ধা অনোয়ার হোসেন আলমগীর তালুকদার, বীরমুক্তিযোাাদ্ধা ড. মো. শাহআলম, বীরমুক্তিযোাাদ্ধা আলী আকব্বর, বীরমুক্তিযোাাদ্ধা মো. হাবিবুর রহমান, সহ-সম্পাদক বীরমুক্তিযোাাদ্ধা আব্দুল মালেক আকন, সহ-সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোাাদ্ধা মো. নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোাাদ্ধা এ্যাডভোকেট একেএম শাহআলম খান, দপ্তর সম্পাদক বীরমুক্তিযোাাদ্ধা মো. তোফাজ্জেল হোসেন, প্রচার সম্পাদক বীরমুক্তিযোাাদ্ধা মো. আব্দুস ছত্তার আকন, সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নূও হোসেন মুন্সি। সভার একনম্বও সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিদযোদ্ধা দল বরগুনা জেলা শাখার সম্পাদক বীরমুক্তিযোাাদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদারের।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত