মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
spot_img
প্রচ্ছদজাতীয়আগামী ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপন 
টপিক

আগামী ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপন 

বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপন করবে সরকার।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতি বছর ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

পরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে সভার বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

তিনি বলেন, ‘এখন থেকে প্রতি বছর ৩০শে ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হবে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

একইসঙ্গে দিবসটি উদযাপনে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ বিষয়ক পরিপত্রের ‘খ’ ক্রমিকে তা অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত