রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
spot_img
প্রচ্ছদক্যাম্পাসরাবির স্কুল এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত

রাবির স্কুল এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তর্গত শেখ রাসেল মডেল স্কুল ও বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।এছাড়া বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়ায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপাচার্য।

রবিবার সকাল ১০ টায় শেখ রাসেল মডেল স্কুলে উৎসবের উদ্বোধন করেন  উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, আজকে সুগন্ধ ছড়ানো এই বই হাজার বছরের সঞ্চিত জ্ঞানের ভাণ্ডার। এই বইয়ের ভেতর থেকে নির্দিষ্ট কিছু বিষয় শিক্ষার্থীদের পাঠদান করানোর জন্য বেছে নেয়া হয়। সেগুলো পড়ে তারা যাতে যুগোপযোগী হয়ে গড়ে উঠতে পারে সেই প্রত্যাশা করেন তিনি।

স্কুলের অধ্যক্ষ লিসাইয়া মেহ্জবীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমূখ।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত