শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফার দাবিতে বরিশালে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।এ সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, এ সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনার ক্ষমতায় থাকলে এদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টায় বরিশাল নগরের সদররোড সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়।
বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে এ পদযাত্রাকে কেন্দ্র করে মহানগরের ৩০টি ওয়ার্ড ও উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে জড় হতে থাকেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। পদযাত্রার আগে সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।
কর্তৃত্ববাদী অবৈধ সরকার দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করে তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের সব প্রশাসনিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। তারা লুটপাটের টাকা দিয়ে আওয়ামী লীগ পরিবার গড়ে তুলেছে। যত ক্ষুদ্র দলই হোক না কেন তাদের নিয়েই আমরা জাতীয় সরকার গঠন করবো। এদেশে জাতীয় সরকারের বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, উত্তর জেলা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।
বিএনপি নেতারা বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। এ সরকারকে হটাতে সবাইকে রাজপথে থাকতে হবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে রাজপথে আন্দোলন সংগ্রামের পাশাপাশি মানুষের কাছে যাওয়ার আহ্বান করেন। এদিকে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। পদযাত্রাটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদমারি এলাকায় গিয়ে শেষ হয়।
অপরদিকে একই দাবিতে বরিশালের কাশিপুর এলাকা থেকে পৃথক পদযাত্রা বের করে বরিশাল জেলা দক্ষিণ বিএনপি। এতে নেতৃত্ব দেন দলের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চান, ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, অ্যাডভোকেট আবুল কালাম শাহীন প্রমুখ।
পদযাত্রাটি ঢাকা-বরিশাল মহাসড়ক হয়ে নগরের আমতলার মোড় হয়ে সদও রোডের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।