পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে কেক কেটে ১০০ হতদরিদ্র শিশুর জন্মদিন পালন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর।
সোমবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া (এপি) শাখা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া (এপি) শাখার ম্যানেজার লিন্ডা দফোর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ও শিশু-বিষয়ক কর্মকর্তা আ: ওহাব হাওলাদার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী সঙ্কর পাল।
আরো বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মানিক হালদার এবং প্রোটেকশন অফিসার খৃীস্টিনা রাখী।
খৃীস্টিনা রাখী সাংবাদিকদের জানান, যেসব পরিবার তাদের শিশুদের জন্মদিন তো দুরের কথা ভরণপোষণ দিতে অক্ষম, ওই সব শিশুদের উৎসাহ ও মনোবল জোগাতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে এ উপজেলার আরো দুই হাজার ৪০০ নিবন্ধিত শিশুদের সমন্বিত জন্মদিন উদযাপন করা হবে।