বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
spot_img
প্রচ্ছদজাতীয়নির্বাচনে অপপ্রচার রোধে ইসিকে সহায়তা দেবে ফেসবুক

নির্বাচনে অপপ্রচার রোধে ইসিকে সহায়তা দেবে ফেসবুক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িকতা উস্কানি, গুজব ও ফেক নিউজ বা পোষ্ট রোধে ইসির সাথে কাজ করতে আগ্রহী ফেইজবুক কর্তৃপক্ষ।বৈঠক শেষে ফেসবুক কর্তৃপক্ষের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফেসবুক প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় ইসির কারিগরি বিশেষজ্ঞরা এবং ফেসবুকের তিন সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এটা করা যেতে পারে বলে তাদের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার দেবনাথ বলেন, আমরা তাদের ডাকিনি। তারাই আমাদের সাথে বৈঠক করতে সময় চেয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট, গুজব এবং অপপ্রচার রোধে ইসির সাথে কাজ করতে চায় তারা। আমাদের কারিগরি বিশেষজ্ঞরাও ছিলেন।

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, আমরা তাদের এখনো কিছু বলিনি। তবে নির্বাচনী তফসিলের পর তারা কাজ করতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাদের এখনো কোনো দায়িত্ব দেই নি।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত