রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
spot_img
প্রচ্ছদজাতীয়অভিযোগ ছাড়া ব্যক্তিগত ডিভাইস তল্লাশি করার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়নি : আইনমন্ত্রী
টপিক

অভিযোগ ছাড়া ব্যক্তিগত ডিভাইস তল্লাশি করার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়নি : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সাইবার নিরাপত্তা আইনে ‘অভিযোগ ছাড়া ব্যক্তিগত ডিভাইস তল্লাশি করার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, আইন বহির্ভূতভাবে কারও ব্যক্তিগত ডিভাইস তল্লাশি করলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে। তবে, কেউ অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নিতে পারবে।

এ সময় সাইবার নিরাপত্তা আইনে সংবাদ মাধ্যমের আর কেউ হয়রানির শিকার হবে না বলেও জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসবে। ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব অপপ্রয়োগ হয়েছে তা নতুন আইনে থাকবে না।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত