শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালআমতলীআমতলীতে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ১
টপিক

আমতলীতে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ১

আমতলী (বরগুনা) সংবাদদাতা:
বরগুনা জেলার আমতলীতে পিকনিকের বাস খাদে পড়ে মো. ইসলাম (৫২) নামের একজন নিহত হয়েছেন। এ সময় নারী-পুরুষ ও শিশুসহ আহত হয়েছেন ১৮ জন। নিহত ইসলাম নারায়ণগঞ্জ বন্দর থানার সল্পের চর গ্রামের শামসুদ্দিন বেপারীর ছেলে। আহত সকলেই নারায়ণগঞ্জের সল্পের চর গ্রামের বাসিন্দা।

১৮ আগষ্ট বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের থেকে জানাগেছে, ঢাকার নারায়ণগঞ্জ বন্দর থেকে পিকনিকের উদ্দেশ্যে ৪৫ জন যাত্রী নিয়ে বুধবার রাতে কুয়াকাটা রওনা দেয় তারা। তাদের বহনকারী সেন্টমার্ট বাসটি আমতলী উপজেলার ঘটখালী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ওই বাসে ৪৫ জন যাত্রীর ১৮ জন গুরুতর আহত হন। আহতদের কর্তব্যরত চিকিৎসক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পটুয়াখালী যাওয়ার পথে ইসলাম নামের একজন মৃত্যুবরণ করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইমরান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১৮ জন হাসপাতালে এসেছিলেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আমতলী থানার এসআই আব্দুল বারেক বলেন, আমরা খবর শুনে আমতলী হসপিটালে যাই এবং যারা গুরুততর আহত তাদেরকে পটুয়াখালী হসপিটালে প্রেরণ করা হয়েছে। এবং সেখানে কোন নিহতের খবর আমরা পাইনি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তাপু বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন যারা গুরুতর আহত ছিল তাদেরকে পটুয়াখালী হসপিটালে প্রেরণ  করা হয়েছে। ইতিমধ্যে কেউ মারা গিয়েছেন কিনা তেমন কোন তথ্য আমাদের কাছে নেই।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত