বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালআমতলীডাকাতির শেষে আশ্রয় নেওয়া বাড়ি থেকে ডাকাত গ্রেফতার
টপিক

ডাকাতির শেষে আশ্রয় নেওয়া বাড়ি থেকে ডাকাত গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

ডাকাতি শেষে আশ্রয় নেওয়া বাড়ি থেকে ডাকাতদলের প্রধান রাহাত ফকির (২৭), মনির ডাকুয়া (২৭), সফিক গাজী (২৭), ছগির হাওলাদার (৩৩), রাকিবুল খান (২৭) ও আশ্রয়দাতা কাশেম মৃধাকে (৪৩) আটক করে কলাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোরে এদেরকে গমইরতলা গ্রাম থেকে আটক করা হয়।

এরা এখন কলাপাড়া থানায় রয়েছে। গ্রেপ্তার ডাকাতদল নেতা রাহাত ফকির বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল ফকিরের ছেলে। তার বিরেুদ্ধে আরও একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার চার জনে বাড়ি আমতলী ও দুই জনের বাড়ি কলাপাড়ায়।


এর আগে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গুটাবাছা গ্রামে ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে ডাকাতি করে ডাকাতদল। সোমবার দিবাগত মধ্য রাতে ৬-৭ জনের ডাকাতদল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতদল। ডাকাতরা গৃহকর্তা রাসেল হাওলাদার ও তার স্ত্রী নুপুরকে লোহার রড দিয়ে পিটিয়ে বেধড়ক মারধর করে হাত-পা বেধে লেপের নিচে আটকে রাখে।

এরপর আলমিরাসহ বিভিন্ন মালামাল তছনছ করে নগদ এক লাখ ৫৮ হাজার টাকা প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। ডাকাতদল সবাই মুখোশ পরিহিত অবস্থায় ছিল।

ডাকাতদল ডাকাতি শেষে একই গ্রামের কাশেম মৃধার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এখবর গ্রামবাসী জানতে পেরে পুলিশে খবর দেয় । কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম এখবর নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত